——-
আমি আমার নই
আমায় দেখে যতটা চঞ্চল ভাবো তোমরা,
ভিতরে ভিতরে ঠিক ততোটাই নিথর আমি।
তোমরা আশীর্বাদে ভালোবাসা দিলে,
আমি বুঝতে পারিনি তা ছিল অধর্ম !
তোমরা বিবর্ণ মায়ার আবরণের ঢেকে দিলে,
আমি নির্বোধ, তাই বুঝাতে পারিনি আমি জীবন্ত!
তোমরা অদ্ভূত্র প্রফুল্লে সাফল্যের জয় ধ্বনি দিলে,
কিন্তু দেখো, যার আদি-অন্তের সারাংশ আমারি ধ্বংস!
আমি ভেবেছিলাম, আমি তোমাদের
তোমরা বুঝালে আমি আমার নই!
——–
উম্মে সিনান রিনা
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর