পীড়ন
অনুপমা আজিজ
সৌন্দর্য নষ্ট করছে দুশ্চিন্তণ-
মৌন ক্লিষ্টে হচ্ছে বক্ষ ছেদন
আঘাতের কালশিরা রক্তক্ষরণ।
নিপুণ পরিপাটি আঁটসাঁট পোশাক-
বাহ্যিকতা বেষ্টিত চিত্তাকর্ষক
আড়ম্বরপূর্ণতা সেখানে নিছক।
উঁচু নিচু ধর্ম গোত্র জাতি,
বাহ্যিকতার বিনিময়ে খ্যাতি
বর্ণবাদ, মৌলবাদ করছে নতি।
ধূসর গাত্র করছে রক্ত পিপাসী-
হিংস্রতা বিনিময়ে মহীয়সী
চিবুকের দাগে পড়ছে কালসী।