ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

২০২৪ সালে গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মোছলিমা আক্তার সুইটি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৪, ৯:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতাঃ

২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছলিমা আক্তার সুইটি। বিগত ২০২২ সালেও তিনি গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

এর আগে তিনি কাপাসিয়া উপজেলা পর্যায়ে টানা ৪ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন ।

জাতীয় শিক্ষা পদক – ২০২৪ উপলক্ষে গাজীপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনের জন্য গত ১৭ সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১২ টায় জেলা প্রশাসকের কার্য্যালয়ে গাজীপুর সদর,টঙ্গী, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা পর্যায়ে বাছাইকৃত শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্যে এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বাছাই কমিটির সভাপতি ও গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কমিটি মোসলিমা আক্তার সুইটিকে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসাবে নির্বাচিত করেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন-২০২৪ এর বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা, বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভূইয়া, পিটিআই সুপার মুসফেকা বিনতে সুলতান প্রমূখ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কমিটি মোছলিমা আক্তার সুইটিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করেন। উপজেলা পর্যায়ের বাছাই কমিটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর প্রমূখ।

মোছলিমা আক্তার ১৯৯৮ সালে বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০১ সালে নাশেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে বারিষাব ইউনিয়নের বারাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত প্রায় ১৫ বছর পাবুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। চলতি ২০২৪ সালের পহেলা এপ্রিল থেকে উপজেলার বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরবর্তী ধাপে তিনি ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন বাছাই কমিটির পরীক্ষায় অংশ গ্রহন করবেন।
প্রকাশ, মুসলিমা আক্তার সুইটি বিগত ২০১৮, ২০১৯, ২০২২ এবং চলতি ২০২৪ সালে টানা চতুর্থবারের মতো কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। মহামারি করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

তাছাড়া ২০১৯ সালে পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে তাঁর প্রতিষ্ঠান বৃটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড লাভ করে। তিনি ছিলেন বৃটিশ কাউন্সিলের স্কুল প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর। পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে মোছলিমা আক্তার সুইটি বৃটিশ কাউন্সিল থেকে ঢাকার হোটেল রেডিসনে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র লাভ করেন। তিনি কাপাসিয়া উপজেলার ইংরেজি ও বাংলা বিষয়ের একজন ট্রেইনার।
উল্লেখ, মোছলিমা আক্তার সুইটি কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মোতালিব মাষ্টারের চতুর্থ সন্তান । তাঁর বড় দুই বোন মনিরাতুল আলম ও নাসরিন আন্জুমান রুনি গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক। তাঁর শশুর উপজেলার নাশেরা গ্রামের প্রয়াত শুক্কুর আলী মাষ্টারও ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও বিশিষ্ট লেখক, সাংবাদিক শামসুল হুদা লিটন তাঁর স্বামী। স্বামী-স্ত্রী উভয়ই শিক্ষক পরিবারের সন্তান। তিনি সকলের দোয়া প্রার্থী।

184 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা