মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
“প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে যথাযথভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এছাড়াও বক্তব্য রাখেন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন,প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার কর্মরত বিভিন্ন এনজিওর নারী কর্মী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেনী পেশার নারীরা অংশগ্রহন করেন।
আলোচনা শেষে মেয়র নারী দিবসের উপর কুইজ প্রতিযোগিতায় ২ জন নারীকে পুরস্কৃত করেন।