ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হাকিমপুরে উপজেলা আওয়ামীলীগ সভাপতির সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ এডিটর
১৪ আগস্ট ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুরে অস্থায়ী আওয়ামীলীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় হিলি থানা মোড় শহিদুল ইসলামের বাসায় অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক হাকিমপুর পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাদো, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ডাব্লু প্রমুখ।
হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক, মাসব্যাপি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি উদযাপন হবে। এই উপলক্ষে গত ৯ আগষ্ট বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রের আলোকে আওয়ামীলীগের উপজেলা সংগঠনিক প্রধান হিসাবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১১ আগষ্ট থানা রোড অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রিয় সাধারণ সম্পাদকের পত্রটি পাঠ করে শুনাই এবং তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ জানাই। উপস্থিত সকল নেতৃবৃন্দ সভাপতিকে গত ১ বছর যাবত আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় ভেঙে ফেলায় তা নির্মিত না হওয়ার কারণ জানতে চায়। অদ্যবধি দলীয় কার্যালয় না থাকায় জাতীয় শোক দিবসের কর্মসুচী কোথায় পালিত হবে? সে পরিপ্রেক্ষিতে আমি উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে হিলি-ঘোড়াঘাট রোডের থানা মোড়ে অস্থায়ী দলীয় কার্যালয়ে শোক দিবসের যাবতীয় কার্যক্রম পালন করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানাই। যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসুচী পলিনের লক্ষ্যে আমি সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক ও নুরুল ইসলাম ডাব্লুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয় এবং কমিটির আহবায়ককে ১৩ আগষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি নিয়ম-নীতির মাধ্যমে যথাযথ মর্যাদায় দলীয় কর্মসুচী পালনের জন্য প্রস্তুতি সভা আহবানের জন্য নির্দেশ প্রদান করি। সেই সিদ্ধানন্তের আলোকে ১৩ আগষ্ট বিকেল ৪ টায় আহবায়ক কমিটির উপস্থিতিতে সভা চলাকালীন সময় আকর্ষিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন এবং পৌর মেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ভাড়াটে সন্ত্রাসী শোক দিবসের প্রস্তুতিমুলক সভায় উপস্থিত নেতৃবৃন্দের উপরে আকর্ষিক ভাবে আক্রমন করে দলীয় সাইন বোর্ড ভাংচুর করে পদদলিত করে সাইন বোর্ডটি নিয়ে চলে যায়। বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বোয়ালদাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ শাদোকে সভাকক্ষের সামনে চড়াও হয়ে মারধর করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। এই ঘটনায় ১৩ আগষ্ট রাতেই হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এহেন ন্যাক্কার জনক ঘটনার আমি তীব্র প্রতিবাদ,নিন্দা জানায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে আশা রাখছি।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, আমাদের সিপি রোডস্থ দলীয় কার্যালয়টি সংস্কারের জন্য ভেঙ্গে ফেলায় হিলি বাজারে অস্থায়ী ভাবে একটি কার্যালয় ব্যবহার করা হচ্ছে। তারপরও দলীয় কোন সিদ্ধান্ত ছাড়াই থানা রোডে আরও একটি অস্থায়ী কার্যালয়ের সাইন বোর্ড তুলে অফিস করার চেষ্টা করলে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছেন। তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি।

121 Views

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২