ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের সেন্টমাটিন ছেঁড়াদ্বীপের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে১লাখ৩৪হাজার৮শ’পিস ইয়াবা ও ৫লাখ মিটার কারেন্ট জালসহ৮মাঝিমাল্লাকে আটক করেছে কোস্টগার্ড।এসময় মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।শনিবার সকালে ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,সাবারাং ইউপি শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার বাসিন্দা মোঃ হারুন(৪০)একই এলাকার মোঃ সলিমুল্লাহ(৫০),মোঃসফিকুল্লাহ(৩৫)মোহাম্মদ আলী(৬০),মোঃহাসেম(২২),মোঃহাসান(২২),মোঃসফিকুর(৩৫) ও পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদ(৪০)।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কমান্ডার লেঃশাকিব মেহবুব(বিএন)।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়।ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রংয়ের একটি ব্যাগ পানিতে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় বোটটি পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।পরে পানিতে ফেলে দেওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতর থেকে১লাখ৩৪হাজার৮০০পিস ইয়াবা ও বোটটি তল্লাশি চালিয়ে আনুমানিক৫লাখ মিটার কারেন্ট জালসহ আট মাঝিমাল্লাকে আটক করা হয়েছে।জব্দকৃত বোট ও ইয়াবাসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।