শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা ও শেলা অভয়ারণ্য এলাকায় চরপাটা জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১০ জন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত (২৩ অক্টোবর) পৃথক অভিযানে বন বিভাগ এ ব্যবস্থা নেয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ দুই ঘটনায় মোট ১৬ জনের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ চরপাটা জাল ব্যবহার করে মাছ ধরছিলেন, যা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন,অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।