সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আজ । শুক্রবার (০৪ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটছে এ উৎসবের। পাঁচ দিনব্যাপী চলবে এই উৎসব। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ শারদোৎসবের।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জে এখন বইছে উৎসবের আমেজ। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে শেষ হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি।
আজ থেকে সুন্দরগঞ্জে ১৩১ টি পূজামণ্ডপ ঢাকের বাদ্যে মুখরিত হয়ে থাকবে। পূজারি ও ভক্তদের অন্তর উদ্বেলিত হবে দেবী মহামায়ার অধিষ্ঠানে। সবাই শামিল হবে পৃথিবীর সব আসুরিক শক্তির বিরুদ্ধে বিজয় ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনায়।
মণ্ডপগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও প্রস্তুত। দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে কমিউনিটি পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া থাকবে বিশেষ নজরদারিও।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সুত্র জানায়,পূজা নির্বিঘ্নে সম্পর্ণ করার জন্য পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সর্বাত্মকভাবে সহযোগীতা করা হবে।