এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ভারতীয় বিভিন্ন মালামালসহ ০১ জন আসামী আটক করা হয়েছে।
বিজিবি সুত্রে যানাযায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বৃহস্পতিবার সন্ধায় বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের মহাকুড়া নামক স্থান হতে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল (কিটকাট চকলেট-৩৫৫ পিস, সাবান-২৭৪ পিস, ভ্যাসলিন ক্রিম-২৬৮ পিস, ব্যাগ-০১টি, পান-৩৬ বিড়া) এবং ০১টি মোটর সাইকেলসহ ০১ (এক) জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হলেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার উত্তর কাপনা গুচ্ছগ্রাম নিবাসী মোঃ ছাত্তারের পুত্র মোঃ ইদ্রিস আলী (২৬)।
২৮- বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো: মাকসুদুল আলম জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।