এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা এবং বাংলাদেশী মটর ডালের চালান আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ তাহিরপুর উপজেলার চানপুর বিওপির টহল দল গত ২৩ অক্টোবর বিকাল ৪.৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২০১/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪ নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ৪ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার বিজিবির সিজার মূল্য ১৪,০০০/- টাকা।
অন্যদিক দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল গত ২২ অক্টোবর রাত ১১.৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২৩২/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও( ইসলামপুর) নামক স্থান হতে ৭০০ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে, যার বিজিবির সিজার মূল্য ১৭,৫০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং বাংলাদেশী মটর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।