মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ
-জগন্নাথপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা শেখ মুশতাক আহমদ এর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ,
নোয়াখালী বাজার, উজানীগাঁও, ডুংরিয়া ও শান্তিগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ করেন লন্ডন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি ও খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা শেখ মুশতাক আহমদ।
গণসংযোগকালে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ বলেন, “আমার মূল লক্ষ্য হলো সুনামগঞ্জ-০৩ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা। জনগণের পূর্ণ সমর্থন পেলে, আমি এই সংগ্রামে সাফল্য অর্জন করবো, যা শুধু একটি এলাকা নয়, পুরো সমাজের উন্নতির পথ উন্মোচন করবে।
তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
এসময় উপস্হিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান,সহ সভাপতি হাফেজ মাওলানা রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু তাজুওয়ার, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আক্তার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা বদরুল ইসলাম,নির্বাহী সদস্য হাফেজ মাওলানা শফিকুল বারী খসরু, নির্বাহী সদস্য মিছবাহ উদ্দিন, মাওলানা সেলিম আহমদ সহ প্রমুখ।