ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সারা পৃথিবীর মানুষ এখন আস্থাহীনতায় ভুগছে : রংপুরে নির্বাচন কমিশনার

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৪ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

সারা পৃথিবীর মানুষ এখন আস্থাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ।
অাজ শুক্রবার সকালে রংপুর সরকারি কলেজে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনে এ মন্তব্য করেন রফিকুল ইসলাম।

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই কেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে বড় একটি রাজনৈতিক দল অংশ নেয়নি। এতে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন না হওয়াতে প্রার্থীরাও ভোটারদের কাছে যায়নি। একারণে ভোটারদের কাছে নির্বাচন নিয়ে আগ্রহ কম।

তবে ভোটপ্রদানে কেন আগ্রহ কমছে, তা গবেষণার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সাধারণ ভোটারদের আস্থার সংকট প্রসঙ্গে তিনি বলেন, এখন সারা পৃথিবীর মানুষ আস্থাহীনতায় ভুগছে। বাংলাদেশ এক্ষেত্রে এগিয়ে। মানুষের প্রতি মানুষের আস্থা নেই। বাবা সন্তানকে বিশ্বাস করে না। সন্তান বাবার প্রতি আস্থা রাখতে পারছে না। এ আস্থাহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে নির্বাচন কমিশনার বলেন, সম্প্রতি বগুড়ার উপ-নির্বাচনে তো ইভিএম ছিল। বিএনপি সেখানে জয়ী হয়েছে। তখন তো ইভিএম নিয়ে কোনো কথা উঠেনি। আশা করছি রংপুর নিয়েও কারও কোনো কথা বলার সুযোগ থাকবে না।

ভোটকেন্দ্র থেকে কোনো এজেন্টকে বের করে দেয়া কিংবা কোনো ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জড়িতদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়াসহ ভোটগ্রহণ স্থগিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন