মহেশখালী প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড.এ,এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ মহেশখালী উপজেলা, সাম্প্রদায়িক সম্প্রীতি সু দৃঢ় বিধায় মহেশখালী উপজেলায কোন ধর্মীয় দাঙ্গা হয়নি ।
কারণ, মহেশখালী- কুতুবদিয়ার মুসলিম সমাজ ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মিল বন্ধন আছে।
তিনি বলেন, বিগত সময়ে আমাদের জনশক্তি অন্যান্য ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা সহ তাদের পাশে থেকে নিজ দ্বায়িত্ব পালন করেছে।
তিনি আরো বলেন ৫ আগস্টের পটপরিবর্তনের পর একটি গোষ্ঠী ভাংচুর ও লুটপাট করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করেছিল কিন্তু সেই সময়ে আমাদের জনশক্তি অন্য ধর্মাবলম্বীদের মন্দির, পেগোডা, দোকানপাট ও ঘরবাড়ি পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছে। আমাদের পরিচয় একটা আমরা বাংলাদেশী।
তিনি আরো বলেন, এই দেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের সার্বিক সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত এবং সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মহেশখালী উপজেলার গোরকঘাটা দক্ষিণ হিন্দু পাড়ার সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দিরের তাদের বাৎসরিক মহোৎসব পরিদর্শনের সময় হামিদুর রহমান আযাদ এ কথাগুলো বলেন।
ড. হামিদুর রহমান আযাদ অনুষ্ঠান স্থলে পৌঁছালে তারা ফুল দিযে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামির কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, উপজেলা আমির মাষ্টার শামিম ইকবাল, সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা মোঃ আলমগীর, হিন্দু ট্রাষ্টি বোর্ডের মহেশখালী উপজেলা সভাপতি বাবু পরিমল শীল, সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দিরের সভাপতি শ্রীযুক্ত বাবু কালিচরণ,সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রাজিব দে, অর্থ সম্পাদক শ্রীযুক্ত বাবু রামজয় দে সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।