রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের নবীনগর এলাকায় ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় আ.লীগ নেতা বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, শহর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম।
এসময় গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিকব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশি অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে জেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। মসজিদটি সম্পন্ন করতে সময় লাগবে ১ বছর। নির্মাণ কাজ বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত অধিদপ্তর।