রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলাবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি কানাশাখোলা হতে বের হয়ে যুব ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শেরপুরের যুবভবন হলরুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুব উদ্যোক্তাদের হাতে যুব ঋণের চেক এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এরপর সেখানে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত