কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে পরিত্যক্ত সাতটি বস্তার ভেতর থেকে৩০বোতল বিদেশি মদ ও ৩১৯ ক্যান বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার(০৮নভেম্বর)ভোররাতে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন বনের ভেতর থেকে বিদেশি মদ ও বিয়ারগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।তিনি জানান,মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক শাহপরী দ্বীপের জালিয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালীন বনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায়০৭টি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়।বস্তাগুলো তল্লাশি করে৩১৯ক্যান বিয়ার(আন্দামান গোল্ড)ও ৩০বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল হুইস্কি)উদ্ধার করা হয়।তিনি আরো জানান,উদ্ধারকৃত বিদেশি মদ ও ক্যান বিয়ার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।