স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী হোয়াইট বার্ড একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারী) দুপুরে অত্র প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আতাউল হোসেনের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল শহিদুল ইসলাম রেদুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসা স্ট্রিট ইউকের ডিরেক্টর মুহিবুর রহমান রিপন।
এসময় তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যেকোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত: বৃত্তি, কুইজ, খেলাধুলা সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অংশগ্রহণ করলে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।’ তিনি বলেন, ‘হোয়াইট বার্ড একাডেমিতে লক্ষ্য করে দেখলাম ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনে আত্মবিশ্বাসী হওয়ার জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করছেন। যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে সাফল্যমন্ডিত করবে। আমি আশাবাদী এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে দেশের শীর্ষ পর্যায়ের গুণিজন বাহির হবে।
দিনব্যাপী জমকালো পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভায় উদ্বোধক ছিলেন একাডেমির প্রতিষ্টাতা ও প্রিন্সিপাল আহমদ আল-কবির চৌধুরী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ মুরুব্বী হাজী নুরুল হক, হাজী জমিরুল হক,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, উপদেষ্টা সদস্য ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম এ কাশেম চৌধুরী,ম্যানেজিং কমিটির সহ সভাপতি মঈন উদ্দিন, বিদ্যুৎসাহী সদস্য রাসেল আহমদ,ইউপি সদস্য আজির উদ্দিন, সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।