মোঃ আবু সঈদ স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস।
বুধবার (২৬ মার্চ) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর উপজেলা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও আকর্ষণীয় কুচকাওয়াজ প্যারেড ও উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এদিন সকাল ৯টায় শহিদ মিনারে ফুল দেন শ্রদ্ধা নিবেদন করেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হাসান।
তবে এ বছর রমজানের ছুটিতে শান্তিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় আনুষ্ঠানিক কার্যক্রমে অনেকটা ভাটা পড়েছে। সীমিত পরিসরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ড. সৈকত দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিতীশ চন্দ্র বর্মন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলীমূল ইসলাম, প্রাথমিকের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, মোঃ আবু সঈদ, সোহেল তালুকদার, হোসাইন আহমদ, নাজির মোঃ আবু বক্কর সিদ্দিক ও বীররনাঙ্গনের মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের লোকজন, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ৷
এছাড়া শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা স্থানীয় সরকার বিভাগ, কৃষি বিভাগ, হিসাব রক্ষণ বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, শান্তুিগঞ্জ সাব রেজিষ্টার অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, জাগরনী চক্র ফাউন্ডেশন, বেসরকারী সংস্থস বিজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।