ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই মুক্তির সনদ আপনারা সবার কাছে পৌঁছে দিবেন৷ বাংলাদেশের মানুষ গত সতেরো বছর কষ্ট করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, জেলে গিয়েছেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল।

বুধবার(২১ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে উপজেলার পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কলিম উদ্দিন মিলন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। যে নির্বাচনে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে এবং যাবে খুশি তাকে দিবে। নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেয়া হবে না৷

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

কয়ছর এম আহমদ বলেন, দীর্ঘদিনের আন্দোলনে ফসল, ফ্যাসিস্টের পতন হয়েছে৷ আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই। ভোটের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি৷ তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে৷ যদি নির্বাচন দিতে টালবাহানা করেন প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি৷ তখন আর রেহাই পাবেন না৷ তাই অনতিবিলম্ব নির্বাচনের ব্যবস্থা করেন৷ তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় এলে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সমান উন্নয়ন হবে। এখানে কোন বৈষম্য হবে না। যদি ১৯-২০ হয় প্রয়োজনে শান্তিগঞ্জে বেশি উন্নয়ন করা হবে। আপনাদের কর্মী হিসেবে পাশে থেকে সামগ্রীক উন্নয়নে কাজ করতে চাই। শান্তিগঞ্জে শান্তি ফিরিয়ে দিতে চাই। এইজন্য সবার সহযোগীতা চাই।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) অ্যাড. আবদুল হক, আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, নূর আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম মুন্সি, যুবদল নেতা জাফর আহমদ, স্বেচ্ছাসেকবক দল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ। এসময় পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

63 Views

আরও পড়ুন

কবি এমদাদ হোসেন: শব্দের পরতে পরতে এক সত্তার উন্মোচন

ছাতকে পেশাগত সুরক্ষায় ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলমবিরতি

শান্তিগঞ্জে ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুক্তাদিরের অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

মণিপুরী কন্যা নুসরাত জাহান নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ

কাপাসিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, আহত ১, ঘাতক আটক

স্ক্যাবিস কী? প্রতিরোধ এবং চিকিৎসা জেনে নিন

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার: নারী নির্যাতন, অপহরণ ও ধর্ষণের অভিযোগ

শান্তিগঞ্জে ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুক্তাদিরের অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ

টেকনাফে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ ৯৭৫রাউন্ড তাজা গোলা উদ্ধার

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ