B FD5 FBSS55 FBFS0 FBEE0 1.2.67 Primo_S8_Mini_V03_07042022 FINGERPRINT: Walton/primo_s8_mini/primo_s8_mini:11/RKQ1.201105.002/Primo_S8_Mini_V03_15032022:user/release-keys HARDWARE: qcom HOST: vsm-build-svr01-pp ID: RKQ1.201105.002 IS_DEBUGGABLE: false IS_EMULATOR: false MANUFACTURER: walton MODEL: Primo S8 mini PERMISSIONS_REVIEW_REQUIRED: true PRODUCT: primo_s8_mini TAGS: release-keys TIME: 1649299927000 TYPE: user UNKNOWN: unknown USER: vsmart
স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব চাই,জবাব চাই’ বিশ্বের মুসলিম এক হও লড়াই করো এরকম স্লোগানে স্লোগানে মুখরিত,
ফিলিস্তিনের জায়নাবাদি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন শান্তিগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ২ টায় উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শান্তিগঞ্জ বাজারে সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিছিল শেষে হাজী ক্বারী সিরাজুল হকের সভাপতিত্বে, হাফিজ আবু সাঈদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা সিরাজুল ইসলাম বাহার, কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ,প্রবীন মুরুব্বী মনসুর আলী, মাওলানা আতিকুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা ফেদাউর রহমান, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আরশদ নোমান, গাজী মাওলানা আবুল কালাম, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাহমুদুল হাসান প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের মুসলিমদের মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
অপর দিকে, বিকাল সাড়ে ৫টায় শান্তিগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুরুব্বী মাসুক মিয়ার সভাপতিত্বে, মাওলানা জাকারিয়া মাহবুব ও হাফিজ মাওলানা জুনাইদ কবিরের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা রমজান হোসাইন, মাওলানা মাহবুব সালমান, ইউপি সদস্য লিটন মিয়া, হাফিজ হোসাইন, হাফিজ রশিদ আহমদ, হাফিজ মাহমুদুল হাসান, মাস্টার রুমেল আহমদ,মাওলানা এনামুল হক, ক্বারী হোসাইন আহমদ, নুরুল হক, মাওলানা এনামুল হক, মাওলানা আমির উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সামছুদ্দীন সহ অনেকেই।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে জিহাদে যাওয়ার জন্য বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুছ সাহেবের কাছে দাবী জানানো হয়। আমরা মুসলিম ধর্মের মানুষ ছাড়াও প্রত্যেক ধর্মের মানুষ এই প্রতিবাদ জানাতে পারে এবং অনেকে জানাচ্ছেও। বক্তারা আরও বলেন বাংলাদেশ সরকারের উচিত ইজরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো। কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইজরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্তরের দ্বীনদরদী হাজারও তৌহীদি জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের মুসলিমদের মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।