মোঃ শিবলী সাদিক রাজশাহী প্রতিনিধি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সাত্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর কাজলা বড় জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
দোয়া মাহফিল শেষে মরহুমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও সান্ত্বনা প্রদান করেন মেয়র।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেনঃ- মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।