ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটি নানিয়ার চর সড়কের বেহাল দশা যানচলাচল উপযোগী করতে কাজ করছে বিসিসি ভলান্টিয়ার্স

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

হাসান মল্লিক,রাঙ্গামাটি :

গেলো কয়েকদিনের ভারি বর্ষণের ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নানিয়ার চর রাঙামাটি সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।সড়কটি পুরোপুরি যানচলাচল অনুপযোগী হয়ে পড়ার ফলে সাধারণ জনগণের পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যাহত হচ্ছে নানিয়ার চর নির্মাণাধীন চেঙ্গি সেতুর প্রয়োজনীয় সরঞ্জাম আনা নেয়ার কাজ।

এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের কষ্ট কিছুটা হলেও লাঘবের চেষ্টায় বিসিসি ভলান্টিয়ার্সের সেচ্ছাসেবীরা।

গত ২২ সেপ্টেম্বর বিসিসি ভলান্টিয়ার্সের প্রায় ৩৫ জন সদস্য সড়কটি যানচলাচল উপযোগী করতে বগাছড়ি ১নং ওয়ার্ডের টি-সংযোগ এলাকায় কাজ করেন । তারা সড়কে সৃষ্টি হওয়া গর্তভরাট ও বিভিন্নস্থান জমে থাকা কংকর অপসারণের পর সড়কটি যানচলাচল উপযোগী হয়।এছাড়াও উক্ত কার্যক্রম চলাকালে আটকে পড়া যানবাহন পাড় হতে সহযোগিতা করেন সেচ্ছাসেবীরা।
উক্ত কার্যক্রমে সেনাবাহিনীর ১৯ ইন্জিনিয়ারিং কনেস্ট্রাকসন ব্যাটলিয়নের তত্ত্বাবধানে চলতে নানিয়ার চর চেঙ্গিসেতুর নির্মান কাজে ব্যাবহৃত একটি রাডার দিয়ে উক্ত কাজে পূর্ণ সহোযোগিতা করেন চেঙ্গিসেতু নির্মাণ কতৃপক্ষ।

উক্ত কার্যক্রম চলাকালে সময়ে নানিয়ার চর উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ মাসুদ পারবেজ সড়কযোগে উপজেলা সদরে যাওযার সময় কার্ক্রমস্থল পরিদর্শন করেন।তিনি এ ধরনের সেচ্ছাসেবা মূলক কাজের অবদান রাখায় সেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসার করেন। পাশাপাশি তিনি বলেন` দীর্ঘদিন ধরে বিসিসি ভলান্টিয়ারর্সের সেচ্ছাসেবীরা পুরো উপজেলা জুড়ে যেভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। আমার প্রত্যাশা যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় ভবিষ্যতেও বিসিসি ভলান্টিয়ারর্স তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এছাড়াও তিনি সকল ধরনের সামাজিক কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহোযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও বাংলাদেশে আওয়ামী লীগ নানিয়ার চর উপজেলা শাখার সভাপতি ও বিসিসি ভলান্টিয়ারর্সের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনসার আলী উক্ত কার্যক্রম পরিদর্শন করেন, এসময় তিনি এধরণের পরিস্থিতিতে মানবতার কল্যানে মানুষের পাশে দাড়ানোর পরামর্শ দেন।

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেক এ কাজে যারা অংশগ্রহন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তিনি বলেন` নানিয়ার চর রাঙামাটি
সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্নস্থানে পিচঢালা কংক্রিটের স্তর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও প্রবল বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধ্বসের দেখা দিয়েছে। ফলে যানচলাচলে ব্যাঘাত ঘটছে।

এমতাবস্থায় নানিয়ার চর রাঙামাটি সড়কের দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি, তাই সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকরি পদক্ষেপই সাধারণ জনগণের প্রত্যাশা।

আরও পড়ুন

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স

হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

রাঙামাটিতে ৩০০ জন নারী-পুরুষের অংশ গ্রহণে পৌর ম্যারাথন-২৫ অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা প্রশিক্ষণ

৮ দলীয় সমাবেশে হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের ছায়া থাকলে রুখে দেওয়া হবে’

ইডেন কলেজে পরীক্ষা দিতে গিয়ে ব্যাগসহ ৬ জনের মোবাইল চুরি

‎শান্তিগঞ্জ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক কাজী মমতাজ ‎

কুবিতে প্রতিবর্তনের আয়োজনে নবান্ন উৎসব 

চবির চলচ্চিত্র সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : শিবির সেক্রেটারি