ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুরে দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ সেপ্টেম্বর ২০১৯, ১:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

আসন্ন শারদীয় দুর্গাপূজায় রংপুর বিভাগের আট জেলাতে ৫ হাজার ২২১টি মণ্ডপে নিরাপত্তা বলয় তৈরি করে সকল প্রকার অপরাধ দমনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি সকল শ্রেণিপেশা ও ধর্ম-বর্ণের মানুষকে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে অটুট থেকে অশুভ শক্তিকে রুখে দিতে হবে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের সব ব্যবস্থা করা হবে।’ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ সভায় এসব কথা বলেন তিনি। ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে হবে। দুর্গাপূজার আগে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোরদার টহলে থাকবে।’ এ সময় রংপুর রেঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সকল প্রকার অপরাধ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পরে একই স্থানে গত আগস্ট মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। এতে রেঞ্জের গত এক মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক আলোচনা হয়। সভায় রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসের কার্যক্রম ও কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য কয়েকটি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সদস্য ও কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এ সময় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, আরআরএফ রংপুর কমান্ড্যান্ট (এসপি) মেহেদুল করিম, রংপুর রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ প্রতিটি জেলার পুলিশ সুপার ও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ