ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুর জেলা আওয়ামী লীগ নেতা সোহেল মারা গেছেন

প্রতিবেদক
admin
২৮ সেপ্টেম্বর ২০১৯, ৩:০২ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল মারা গেছেন ।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই রংপুর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সামসুর রহমান কোয়েল।

তৃণমূলের কর্মী হয়ে রাজনীতিতে আসা শাহিনুর রহমান সোহেল মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ এক কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন। তার সহধর্মিণী পারভীন আক্তার রংপুর জেলা পরিষদের সদস্য। তিনিও আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।

অাজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলির জন্য সেখানে তার মরদেহ রাখা হবে।

যোহরের নামাজ বাদ নগরীর গুপ্তপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শাহিনুর রহমান সোহেল ছাত্রলীগের ক্রান্তিকালে রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

এদিকে, সর্বজন প্রিয় এই নেতার মৃত্যুতে রংপুর আওয়ামী লীগসহ সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরপরই রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যায়। সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও তাকে শেষবারের মতো দেখতে যান।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ