ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ৯:০১ পূর্বাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট( কেএনএফ) বিরোধী যৌথ বাহিনীর অভিযানের প্রতিবাদে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ২৫ এপ্রিল রাঙামাটিতে আধাবেলা অবরোধ ডেকেছে।

রাঙামাটি ও বান্দরবান জেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট( কেএনএফ)’র সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযানে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণগ্রেফতার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর অন্যার্য বাধা-নিষেধের অভিযোগ এনে
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ ।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট আহুত
অবরোধ ২৫ এপ্রিল ভোর ৫টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাঙামাটি জেলাব্যাপী পালিত হবে। মঙ্গলবার ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট ও তার সহযোগী গণসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠিত এক জরুরী সভায় উক্ত সিদ্ধান্ত নেয়া হয়।
ইউপিডিএফ সংগঠক সচল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ যৌথ সভায় বান্দরবানে চলমান কেএনএফ-বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নারী-শিশুসহ গণগ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।
সভায় অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত অন্যার্য ও বেআইনী বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ্যমবুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরী ঔষধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
ইউপিডিএফ নেতৃবৃন্দ উক্ত অবরোধ সফল করার জন্য বাস-ট্রাক-লঞ্চসহ সকল যান ও পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য যে, ইউপিডিএফ ও কেএনএফ পৃথক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। কেএনএফ পাহাড়ে দীর্ঘদিন ধরে খুন অপহরণ, লুটপাট, ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন ধরনের নাশকতা মূলক কার্যক্রম চালিয়ে আসছে। তাদের হয়ে ইউপিডিএফ’ এ অবরোধ পাহাড়ের সন্ত্রাসী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। #

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশের তদন্ত কল্পনা চাকমা অপহরণের সত্যতা মেলেনি। বিজ্ঞ আদালতের নিকটও পুলিশের দাখিলকৃত প্রতিবেদন সত্যতা নিশ্চিত হওয়ায় না-রাজি প্রত্যাখান হয়।

একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, আলোচিত হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা ভারতের গন্ডাছড়ায় স্বামী সংসার নিয়ে বসবাস করছে।

42 Views

আরও পড়ুন

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে