আশরাফুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদের ইউওন রুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি ইউএনও নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে,প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র নাছির উদ্দিন, শার্শা থানার (ওসি) আকিকুল ইসলাম ,বেনাপোল পোর্ট থানার (ওসি) কামান হোসেন ভূঁইয়া ,উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান,ভাইস- চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ডাঃলক্ষিন্দার কুমার দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মৌসুমী হালদার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।