মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় খলিপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৫ নভেম্বর) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা বিস্ফোরক মামলার এক আসামী খলিলুর ইউপিধীন কেশবচর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী সদর উপজেলার কেশবচর এলাকার মৃত আব্দুল হাফিজের পুত্র খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে (৪৮) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আসামীকে যথাযথ প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।