ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মুক্তির কান্ডারী রাসুল(স.)কে অনুসরণই একমাত্র মুক্তির পথ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ

Link Copied!

(চুনতীর ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.)সমাপনী দিবসের বক্তারা)

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতীর ১৯ দিন ব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) সমাপনী বক্তারা বলেছেন, আল্লাহর অশেষ রহমত, মানবাধিকার সুরক্ষা ও মুক্তির কান্ডারী হযরত মোহাম্মদ মোস্তফা (স.) অনন্য নিদর্শন। বিশ্ব শান্তি-সম্প্রীতি রক্ষায় রাসুলে করিম (স.) এর আদর্শই যথেষ্ট। তাঁকে অনুসরণই একমাত্র মুক্তির পথ। চুনতীস্থ শাহ্ মঞ্জিলে ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলের প্রবর্তক হযরত মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ.) প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতীর জীবনী নিয়েও কথা বলেন বক্তারা।

১৯তম সমাপনী দিবসে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, উপজেলার বড় হাতিড়া এশায়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু নছর হাসসান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মাওলানা আবু বকর রফিক ও ১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) মুতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

সমাপনী দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারে পীর আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী, নারায়নগঞ্জ জৈনপুরী দরবারের মাওলানা এহসান উল্লাহ আব্বাসী,
চট্টগ্রাম ওমরগণি এম ই এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আলহাজ্ব ড. মাওলানা আ.ফ.ম. খালেদ হোসাইন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার,পটিয়া আলজামিয়াতুল ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামযা,আলহাজ্ব মাওলানা লুৎফর রহমান, ইসলামীক স্কলার ও সড়া জাগানো বক্তা শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ,রাহবারে বায়তুশশরফ শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড.মাওলানা আ ক ম আবদুল কাদের,সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক,কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন,লোহাগাড়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী,মাওলানা লোকমান হাকিম জীহাদী, মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি।
সমাপনী দিবসে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, মসজিদে বায়তুল্লাহ’র মুয়াজ্জিন মাওলানা মুহাম্মদ মুহি উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল আহাদ সিকদার, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক আলহাজ্ব ক্বারী মাওলানা মুহাম্মদ রবিউল্লাহ, দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ্ ফাযিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা জালাল উদ্দিন মুনিরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী।
এতে নাতে রাসুল (স.) পরিবেশ করেন, বায়তুশশরফ আদর্শ কামিল মাদরাসার শিক্ষার্থী মতিউর রহমান, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ আনিসুর রহমান, হোসাইন মোহাম্মদ সাঈদী, মুহাম্মদ টিপু সুলতান, আবদুল্লাহ আল আকরাম হাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মবরুর হোছাইন ছিদ্দিকী, উপজেলার কলাউজানের সন্তান শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, মরহুম শফিক আহম পুত্র মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ, মাওলানা আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ, এস আই বি এল চুনতী শাখা অফিসার মাওলানা বাহরুল আছরার ও শাহ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা ইমাম বায়হাকী (ইতমাম)।
চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যোথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী পরিচালিত উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, ড. মাওলানা ঈসা শাহেদী,আবু তাহের, ইসমাইল মানিক,এম মাহবুবুল হক, মাওলানা অলিউদ্দীন, শাহজাদা তৈয়বুর হক বেদার, সাইফুদ্দিন মোঃ তারেক, কাজী আরিফুল ইসলাম, রবিউল হোসেন আশিক,কাজী মুছিউল আজিমসহ মোতোয়াল্লী কমিটি ও উপ-কমিটির দায়িত্বশীলগণ।

উল্লেখ্যঃ ২৭ সেপ্টেম্বর শুরু এবং ১৫ অক্টোবর(রবিবার) দিবাগত রাত আখেরি মোনাজাতে মাধ্যমে ১৯ দিন ব্যাপী ৫৩তম মাহফিলে সীরতুন্নবী (স.) সমাপ্ত হয়।

255 Views

আরও পড়ুন

৬ ডিসেম্বর ২০২৪ জেলা দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৪

ইউ‌নিট সভাপ‌তিকে মামলাসহ হয়রানীর প্রতিবা‌দে সমা‌বেশ অনু‌ষ্ঠিত

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে মাদরাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

অপহৃত কলেজ শিক্ষার্থীর মরদেহ মিললো প্রেমিকার প্রেমিকের বাড়ি, গ্রেফতার ৩

শান্তিগঞ্জ উপজেলা সুজন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জেলা খাদ্য কর্মকর্তার তালবাহানা  : জামালপুরে ২০ টন সরকারি চাল জব্দ

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত,দুই কর্মকর্তা বরখাস্ত।

তোমার আলোয় আলোকিত হোক সকল মুসলিম

জামালপুর সমিতি ঢাকার সাবেক মহাসচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার