ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মিরসরাইয়ের শীর্ষ দুই ডাকাত গ্রেফতার।

প্রতিবেদক
admin
২৭ অক্টোবর ২০১৯, ৩:৩৬ অপরাহ্ণ

Link Copied!

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতির সাথে জড়িত আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুই ডাকাত হলো শাহরিয়া (২৫) ও আশরাফুল (২২)।

তাদের দুজনের বাড়ি উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে।

জানা গেছে, সম্প্রতি ঢাকা-মহাসড়কের বিভিন্ন স্থানে রাতের বেলায় রড বা ভারি লোহা নিক্ষেপ করে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা দিনে দিনে বেড়েই চলছিলো।গত কয়েকদিন আগে একটি ডাকাতি ঘটনার জের ধরে তাদের আটক করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, মহাসড়কে ডাকাতির সাথে জড়িত শাহরিয়া (২৫) ও আশরাফুল (২২) কে গতকাল রাতে ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আটক করা হয়।

গত ২২ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় রাতে তরিকুল ইসলাম নামের নৌ বাহিনী এক কর্মকর্তা নিজস্ব প্রাইভেট নিয়ে যাবার সময় অভিনব কায়দায় মুখোশধারী ৮-১০জন ডাকাত দল তার উপর আক্রমণ করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা, ১ টি মোবাইল ফোন সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই অবস্থায় তিনি সীতাকুন্ড থানায় আশ্রয় নিলে সীতাকুন্ড থানা মিরসরাই থানাকে অবগত করে।

ঘটনার পরদিন নৌ বাহিনী কর্মকর্তা তরিকুল ইসলাম মিরসরাই থানায় এক মামলা দায়ের করেন। এর পর মিরসরাই থানা পুলিশ ঘটনা উদঘাটন ও ডাকাতদের আটক করতে অভিযানে নামে।

প্রথমে শাহরিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করে এবং তার দেওয়া তথ্য মতে একই এলাকার আশরাফুল ইসলাম (২২) নামে অপর ডাকাতকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা তাদের এক বড় ভায়ের নির্দেশে এই ডাকাতি কর্মকান্ডে অংশগ্রহন করে। পুলিশ তদন্তের স্বার্থে সেই বড় ভায়ের নাম বলতে অপরাগতা প্রকাশ করেন।

আরও পড়ুন

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

মেডিকেল শিক্ষা ও সেবার মানোন্নয়নে সমন্বিত কাজ জরুরি: ঢাবি ভিসি

পহরচাঁদা বিটে বনভূমি দখলমুক্ত অভিযান ১ একর সরকারি জমি উদ্ধার, অবৈধ নির্মাণ উচ্ছেদ

জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ :

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ: টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কা স্থানীয়দের

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন