জাবেদ ভূঁইয়া,মিরসরাই(চট্টগ্রাম):
আজ শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে মিরসরাই যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দেগ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অংশ গ্রহণ করেন মিরসরাই যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১,হিতকরী ক্লাব,শান্তি নীড় ক্লাব, অভিযান ক্লাব, দুর্বার ক্লাব,চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব মিরসরাই সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
সকাল ১০ টা থেকে অনুষ্ঠানটি র্যালির মধ্যদিয়ে শুরু হয়। র্যালি শেষে যুব উন্নয়ন অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দক্ষ যুবক গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এই শ্লোগানকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, মিরসরাই যুব অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আব্দুল হালিম,ইউএনও অফিসার এবং সংগঠন গুলোর নেত্রীবৃন্দ।
বক্তব্যদানকালে বক্তারা মিরসরাইয়ের সকল সামাজিক সংগঠন প্রত্যেক কাজে একে অপরকে সহযোগীতা করে একটি সুন্দর এবং নেশা মুক্ত উপজেলা গড়ার আহ্বান জানায়।
আলোচনা সভার পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।