রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাটে নর্থ বেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (২৯ অক্টোবর) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে মিলে আগুন লাগে। খবর পেয়ে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, অগ্নিকাণ্ডে বস্তা, পাট ও সুতলি পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নর্থ বেঙ্গল জুট মিলের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, আজ সকাল থেকে মিলে স্বাভাবিক কাজকর্ম চলছিল। হঠাৎ আগুনের কুণ্ডলী দেখতে পাই। তিনি দাবি করেন, আগুনে বস্তা, সুতলি ও পাট পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শামসুজ্জামান জানান, খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুরের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পীরগঞ্জ থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।