ছাতক প্রতিনিধি.
টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ জেলার ছাতকো এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলা এলাকার প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি প্লাবিত হয়। এ অবস্থায় অসহায় বানভাসীদের পাশে দাঁড়ান আলহাজ¦ মাষ্টার হাবিবুর রহমান ফাাউডেশন।
গত শনিবার সকালে বানভাসীদের মধ্যে ত্রাণ কার্যক্রম চালু করেন উপজেলার আলহাজ¦ মাষ্টার হাবিবুর রহমান ফাাউডেশনের উদ্যোগে গোবিন্দগঞ্জ সৈদেরগ্ওা ইউপির আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের আশ্রয় কেন্দ্র ও বেদে পল্লিতে বন্যা কবলিত দুইশতাধিক নারী পুরুষ বৃদ্ধা শিশুদের মধ্যে বিরানীর প্যাকেট বিতরন করা হয়।
এসময় ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,শিক্ষক রেজ্জাদ আহমদ, সাত্তার মিয়া,সাংবাদিক খালেদ আহমদ,ফজল উদ্দিন ও বেলাল আহমদ প্রমুখ। এ কার্যক্রমে শিক্ষক রেজ্জাদ আহমদ সার্বিক সহায়তা করে। আলহাজ¦ মাষ্টার হাবিবুর রহমান ফাাউডেশন পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন মাছুম আহমদ।