ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে যা দরকার আমরা করবো-নওগাঁয় ডিআইজি ইমতিয়াজ আহমেদ

প্রতিবেদক
নিউজ এডিটর
২২ ডিসেম্বর ২০১৯, ১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ঢাকাস্থ নওগাঁ জেলা মিডিয়া ফোরামের আয়োজনে এবং বদলগাছী বাজার বনিক সমিতির সার্বিক সহযোগীতায় মাদক বিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদেরকে ধ্বংস করতে যা করার দরকার আমরা করবো। দেশকে আমরা মাদকমুক্ত করবো। এজন্য আমরা এক হয়ে কাজ করবো। ভীরুর জীবন প্রত্যেক দিন মৃত্যু হয়। সাহসিরা একবার মরে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে। নইলে সমাজটা গ্রাস করে ফেলবে। আমাদের অজান্তে সন্তান কখন যে মাদকের সংস্পর্শে চলে যাবে তা বলা সম্ভব না। সন্তান কখন কার সাথে মিশছে তা নিয়মিত তদারকি করতে হবে। শেষে মাদক মুক্ত নওগাঁ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

নওগাঁ মিডিয়া ফোরামের সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, দেওয়ান আব্দুর রহিম বাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান, সহ-যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি সহকারি অধ্যাপক গোলাম কিবরিয়া, সম্পাদক আল মাসুম, প্রধান শিক্ষক আবু সাদাত আহম্মেদ মিঠু সহ উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আলোচনা সভা শেষে “আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর” স্লোগানে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

67 Views

আরও পড়ুন

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩

দুবাই ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা সাইন্স ক্লাবের অংশগ্রহণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারারো যুবক,আহত ৩

কুবির তিন হলে তিন হাউজ টিউটর নিয়োগ