ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

গত ২৩ অক্টোবর ২০১৯ ঘোষিত এমপিওভুক্তির তালিকায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

এমপিওভুক্তির সংবাদে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

জানা গেছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৫টি বি এম টেকনিক্যাল কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদরাসাসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-

এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, ভুরুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট ও ভোটহাট দাখিল মাদ্রাসা, শহীদ লেঃ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার উচ্চ বিদ্যালয়।

অত্র এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তরা প্রতিষ্ঠা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠদান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন এতে প্রতিবছর ফলাফল অনেক ভালো এবং শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করায় উপজেলায় ব্যাপক সু-নাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

এমপিওভুক্তি বিষয়ে শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটর অধ্যক্ষ মোশাররফ হোসেন বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। সরকার বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করছেন। তারই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী উপজেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির অন্তর্ভুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট অধ্যক্ষ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এমপিওবিহীন ছিলাম। সরকার এমপিও দেয়ায় আমিসহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আজাদুল হক এবং ভুরুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রবাল বলেন, মহান আল্লাহ্র অশেষ রহমতে প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত হয়েছে। প্রধামনন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

168 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি