ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

গত ২৩ অক্টোবর ২০১৯ ঘোষিত এমপিওভুক্তির তালিকায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

এমপিওভুক্তির সংবাদে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

জানা গেছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৫টি বি এম টেকনিক্যাল কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদরাসাসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-

এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, এফ এ মহিলা টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট, ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, ভুরুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট ও ভোটহাট দাখিল মাদ্রাসা, শহীদ লেঃ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার উচ্চ বিদ্যালয়।

অত্র এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তরা প্রতিষ্ঠা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠদান করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছেন এতে প্রতিবছর ফলাফল অনেক ভালো এবং শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করায় উপজেলায় ব্যাপক সু-নাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

এমপিওভুক্তি বিষয়ে শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটর অধ্যক্ষ মোশাররফ হোসেন বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। সরকার বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করছেন। তারই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী উপজেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির অন্তর্ভুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এফ এ টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট অধ্যক্ষ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এমপিওবিহীন ছিলাম। সরকার এমপিও দেয়ায় আমিসহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

ভুরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আজাদুল হক এবং ভুরুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রবাল বলেন, মহান আল্লাহ্র অশেষ রহমতে প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত হয়েছে। প্রধামনন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

140 Views

আরও পড়ুন

ডুয়েটের জালিয়াতি মামলায় চার অধ্যাপকের জামিন

নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা- মু: শাহজাহান

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের সরকারি রিপোর্ট প্রত্যাখ্যান-উপদেষ্টার সহযোগিতা কামনা

টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বরণ করলেন ইউনিয়ন জামায়াত

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখ একেএম জাকারিয়াকে অব্যাহতি

মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ