ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বেড়িবাঁধ সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

Link Copied!

হুমায়ুন কবির, পেকুয়া কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সাগর বেষ্টিত গ্রামের নাম সুন্দরী পাড়া। সুন্দরী পাড়া গ্রামসহ আশেপাশের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক হলো আমিন বাজার থেকে খয়রাতি রোড় পর্যন্ত বেড়িবাঁধ সড়ক। শুষ্ক মৌসুমে বেড়িবাঁধের উপর দিয়ে কোনমতে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে চলাচল করা যেন দায় স্থানীয়দের।

বর্ষায় কাঁদামাটি পেরিয়ে ছাত্রছাত্রীদের যেতে হয় রাজাখালী আজগরিয়া দাখিল মাদ্রাসা ও জামাল মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে দুর্দশার অন্ত নাই স্থানীয় বাসিন্ধাদের।

সুন্দরী পাড়া আজগরিয়া মেহেররুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল কবির জানান, বর্ষায় কাদাঁর কারনে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের উপস্থিতি একদম কমে যায়। কেননা শিক্ষার্থীরা অতিরিক্ত কাঁদার কারনে মাদ্রাসায় আসতে পারে না। আবার সেখানে বেড়িবাঁধও অনেকটা অরক্ষিত। তিনি আরো বলেন, এই বেড়িঁবাধ একমাত্র সড়ক হলেও এটি চলাচল উপযোগী করার চিন্তা নাই কোন কর্তৃপক্ষের।

পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমিজ উদ্দিনও বলেন, বর্ষা আসলে এই গ্রামের শিক্ষার্থীরা রাস্তার অভাবে স্কুলে আসতে পারেনা। অনেকটাই বলা চলে বর্ষায় গ্রামের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।দীর্ঘদিনের এই বেড়িবাঁধ সড়কটি সংস্কার না হওয়ায় এটি সংস্কারের দাবিতে মঙ্গলবার (২৭ মে) সকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সুন্দরী পাড়া এলাকার বাসিন্দা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দু রশিদ, হাজী আকতার হোসেন, সাবেক ইউপি সদস্য মনজুর আলম, মাদ্রাসার শিক্ষক রহিম উদ্দিন, মাওলানা সাজ্জাদ মেহেরী, ইউপি সদস্য ছাদেকা বেগম, এস এম আমিন উল্লাহ, আতিক হোসেনসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের বেড়িবাঁধটি চলাচল উপযোগী না থাকায় আজ আমরা দীর্ঘদিন ধরে চলাচলে কষ্ট পাচ্ছি। বর্ষায় আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় যেতে পারেনা। জরুরী মুহুর্তে কোন রোগীকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো যায়না। তাই বেড়িবাঁধটি মানুষের চলাচল উপযোগী করার জোর দাবি করছেন তারা। মানববন্ধনে রাজাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্ধাসহ স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

223 Views

আরও পড়ুন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা