মোস্তাকিম হোসেন ,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের বিরামপুরে হোমিও ঔষদের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে চারটি দোকানে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে সহকারী পরিচালক ঔষধ প্রশাসনের সহযোগিতায় বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসুম এ জরিমানা করেন।
বিরামপুর পৌর শহরের হোমিও ডাক্তার দারাসতুল্লার ঔষধের দোকানে ২০ হাজার টাকা জরিমানা ও ড্রাগ লাইসেন্স না থাকায় বিদেশী ঔষধ রাখার অপরাধে ৬০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়। মন্ডল হোমিও হল ডাক্তার আব্দুল লতিফের দোকানে ৫ হাজার টাকা জরিমানসহ ১০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের কসমেটিক্স জাতীয় তেল, মলম ঔষধ জব্দ করেন। পাইলট স্কুল সংলগ্ন হোমিও পল্লী চিকিৎসক লিপটন বর্মনের ডাক্তারী সার্টিফিকেট না থাকায় ২০ হাজার টাকা ও বিরামপুর কাঁচা বাজারে মেডিকেল কর্ণার ডাক্তার কাউসারের দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক এস.এম সুলতানুল আরেফিন জানান, দারাসতুল্লা ঔষধের দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ঔষধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় এ জরিমানা আদায় করা হয়েছে। এসময় সহকারী পুলিশ সুপার মিথুন সরকার,ওসি মনিরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।