নিজস্ব প্রতিবেদকঃ
সাম্প্রতিক দেশের অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে ভূমি জবর দখলকারী একটি সক্রিয় চক্র বনবিভাগের ১৭৫ একর ভূমি জবরদখল করার অভিযোগ উঠেছে।
বনবিভাগ সুত্রে জানা গেছে, কক্সবাজারের পেকুয়াস্থ বারবাকিয়া রেঞ্জের বারবাকিয়া বিটের ২০২২-২৩ ও ২০২৩-২৪ আর্থিক সনে সৃজিত টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ১৭৫ একর দ্রুত বর্ধনশীল মিশ্র প্রজাতির বাগান সৃজন করা হয়েছিল। গত ৬ আগস্ট বিকাল থেকে রাত পর্যন্ত এবং ৭ আগস্ট সকাল ১০ টা পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে কোনঠাসা থাকা ভূমিদস্যু চক্র সৃজিত বাগানের রোপিত ১৭৫০০০ টি বিবিধ প্রজাতির চারাগাছ উপড়িয়ে ফেলেছে। বর্তমানে তারা বিভিন্ন ভাবে চাষাবাদ করার প্রক্রিয়া করতেছে।
বন বিভাগ আরো জানান, বনায়নকৃত ১২৫.০ একর জায়গা দীর্ঘদিন যাবত ভূমি দস্যুদের দখলে পতিত অবস্থায় ছিল। বর্তমান ২০২৩-২৪ আর্থিক সনে জায়গাটি বারবাকিয়া রেঞ্জ কর্তৃক জবরদখল মুক্ত করে বারবাকিয়া বিটের আওতায় বাগান সৃজনের কাজ শুরু করে এবং বাগানের চারাগাছ রোপনের কাজ গত জুন /২৪ মাসে সমাপ্ত করা হয়।
এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, দেশের চলমান পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে দখল করেছে ভারুয়ালি এলাকার ফোরকান ও জাফর এর ছেলে আসাবউদ্দিন। এছাড়া ২০২২-২৩ সনের বাগানের ৫০ একর জায়গা দখল করে ধনিয়াকাটার সাবেক মেম্বার রুস্তম আলী।
সক্রিয় বনভূমিচক্র শক্তিশালী হওয়ায় সীমিত জনবল নিয়ে সর্বাত্মক চেষ্টা করেও বনদস্যুদের জবর দখল রোধ করতে পারি নাই। এ বিষয়ে আইনিভাবে মোকাবেলা করবো।