বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা সরকারপাড়া আল হিকমাহ্ আলিম মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় এ উপলক্ষে মাদ্রাসা চত্বরে দোয়াপূর্ব এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গফুর মন্ডলের সভাপতিত্বে সহকারী শিক্ষক আজহারুল ইসলাম টিটুর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফেরদৌসি বেগম, প্রভাষক আমীর হোসেন,ইঞ্জিনিয়ার বাদল খান,হাফেজ মাসুদ রানা প্রমূখ। শেষে শিক্ষা উপকরন বিতরণ ও দোয়াপাঠ করা হয়। এসময় উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।