রংপুর ব্যুরো :
বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে যখন, রংপুর প্রথম মেট্রোপলিটন হলো ঠিক তখন থেকেই আমরা দেখে আসছি, বেশ প্রসংশার সাথে মোহাঃ আব্দুল আলীম মাহমুদ (বিপিএম) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রংপুর মহানগরীর সমস্ত শ্রেণি-পেশার মানুষের ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে বরাবরই আমরা তাকে দায়িত্বপুর্ণ ভুমিকায় দেখেছি। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখায় তার জুড়ি নেই।
শুধু তাই নয়, এই কঠোর এই বার্তাটিকে ‘অধীনস্থ সকলের নিকট পৌঁছে দিয়ে এর বাস্তবায়ন নিশ্চিত’ করতেও বলেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে একটি মহল “উদোরপিন্ডি বুদোর ঘাড়ে” চাপিয়ে বেশ হিরো সাজবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের অপকর্ম আড়াল করতেই, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকে নানাবিধ দোষ চাপিয়ে দিচ্ছেন। এর চাইতে নির্লজ্জ বেহায়াপনা আর কি হতে পারে আমার জানা নেই! এমনটাই দাবী করেছেনর রংপুর মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেল ।