মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
শান্তির ধর্ম ইসলাম প্রচারে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সঃ)উদযাপন করা হয়েছে । বরগুনা জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন,সিরাত একাডেমী,ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে বরগুনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলেম ওলামা ও স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) বরগুনা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জনাব মোঃ আঃ মতিন এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাইন বিল্লাহ জেলা প্রশাসক বরগুনা, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও মোঃ আলতাফ হোসেন,বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন,মোঃ এস এম রফিকুল ইসলাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরগুনা ও জনাব আলহাজ্ব আঃ রব ফকির, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব মোঃ মাহবুব আলম, বক্তারা রাসূল (সঃ) এর জীবনীর উপর আলোচনা করেন, তারা বলেন আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ আমিনুল ইসলাম ফিল্ড সুপার ভাইজার ইসলামিক ফাউন্ডেশন বরগুনা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।