ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ফেনীতে ১০০ দিনের মাথায় বন্ধ হলো মহিলা বাস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!


মির্জা নাদিম

ফেনীতে উদ্বোধনের ১০০ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে ফেনী পৌরসভার মহিলা বাস সার্ভিস। ৩০ জুলাই উদ্বোধন করা হয়েছিল নারীদের জন্য তিনটি বিশেষ বাস। পৌরসভার উদ্যোগে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিস উদ্বোধন করেছিলেন। বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছিল শহরের হাসপাতাল মোড় হয়ে ফেনীর মহিপাল পর্যন্ত। এ রুটে মহিপাল থেকে সরকারি কলেজ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৮ টাকা, হাসপাতাল মোড় পর্যন্ত ১৫ টাকা ও স্বল্প দুরত্বে ৫ টাকা।
প্রথম কয়েকদিন আগ্রহ নিয়ে স্কুল, মাদ্রাসা, কলেজ শিক্ষার্থীসহ নারী কর্মজীবীরা বাসে চড়েছিলেন। কিন্তু সংকুচিত আসন হওয়ায় দিনদিন আগ্রহ হারান যাত্রীরা। লোকসান গুণতে থাকে বাসগুলো। একপর্যায়ে চালক ও সহকারীর বেতনের খরচ বহন করতে হয় পৌরসভার তহবিল থেকে। আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় লোকসান হতে থাকে। ১৫ নভেম্বর থেকে বন্ধ হয়ে যায় পৌরসভার মহিলা বাস সার্ভিসের তিনটি গাড়ি।

একটি বাসের চালক নজরুল ইসলাম বলেন, যাত্রী সংকটের কারণে চালক ও সহকারীর বেতনসহ তেল খরচের টাকা না ওঠায় এ মাসের ১৫ তারিখ থেকে বাসগুলো কর্তৃপক্ষের নির্দেশে ডিপোতে রাখা হয়েছে।

ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবুজর গিফারী বলেন, এ অঞ্চলের নারীরা পুরুষ সহযোগী ছাড়া চলতে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই মহিলা বাসগুলোতে নারীরা যাত্রী হিসেবে একা না ওঠায় যাত্রী সংকটে পড়ে বাসগুলো বন্ধ করে দিতে হয়েছে।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মাহমুদুল হাসান জানান, সাড়ে তিন মাসের মধ্যে আড়াই মাসে চালক-সহকারী তেলসহ পৌর তহবিল থেকে লাখ লাখ টাকা লোকসান গুণতে হয়েছে। কত টাকা লোকসান হয়েছে তা তিনি জানাতে পারেননি।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী যাত্রী সংকটের কথা স্বীকার করলেও লোকসানের বিষয়ে কিছু বলেননি। তিনি জানান, হরতাল-অবরোধের পর আবার নতুন আঙ্গিকে বাসগুলো চালু করার কথা জানান তিনি।

আরও পড়ুন

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ

নব-নির্বাচিত (আইডিইবি) গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা