ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম উদ্যোগ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার অন্তর্গত ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা এবং বাগান বাজার ইউনিয়নে পুনর্বাসনে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক মুহাম্মদ মাহাফুজুল হক এবং সদস্য সচিব মাহমুদুল হাসান ইমনের নেতৃত্ব এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি রবিউল হাসান তানজিম, অর্থ সম্পাদক সাকিব হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
সদ্য ট্রাক প্রতীকে নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের নেতৃত্বাধীন এ সংগঠন দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় ফটিকছড়ির বন্যা কবলিত এলাকাগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মাহাফুজুল হক বলেন, “আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া কার্যকর করতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।” সদস্য সচিব মাহমুদুল হাসান ইমন বলেন, “আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা করছি।”
ছাত্র অধিকার পরিষদের এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, এবং তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করেন।