হুমায়ুন কবির পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসে এক প্রবাসী পরিবারের মা-মেয়ে এবং নাতনিরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু।
রবিবার(১৮ অগাস্ট) ভোর ৫টায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম(৪২), মেয়ে ময়না(১৩) এবং তোহা(৮)।একই পরিবার তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্হানীয়রা জানান অতিবৃষ্টির কারণে পাহাড় ধ্বসে পড়ছে। পাহাড়ে আরও প্রায় ৪শত পরিবার বসবাস করছে।সবাই আতঙ্কে আছি।সরকারিভাবে আমাদের হস্তান্তর করার জন্য জোর দাবি জানাচ্ছি।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন:
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন,সকালে শিলখালী পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মৃত্যু খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।