নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে এক কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মান্দা উপজেলার কাঁশোপাড়া গ্রাম থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. ইউসুফ নামের ১৫ বছর বয়সী ওই কিশোরের বাড়ি কাঁশোপাড়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামে। সে চকউলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যরা জানান, গ্রামের কয়েকজন জেলের সঙ্গে রোববার সকালে ইউসুফ কাঁশোপাড়ার একজনের পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরে গোসল-খাওয়া শেষে ৪টায় বেরিয়ে যায়।
সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। রাত ৯টার দিকে মাইকিংও করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার স্থানীয়রা তার হাত-পা বাঁধা মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ছেলেটির চোখ ও যৌনাঙ্গে ক্ষতচিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’