আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর নির্মানে সোমবার নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং বামইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মান কাজের উদ্বোধন পৃথক পৃথক ভাবে করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত নির্মান কাজের উদ্বোধন করেন।
নজিপুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর রাকিবুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।
অপরদিকে বামইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার সহ অন্যান্য অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।