আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে বুধবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এস এর নিকটবর্তী রাম চন্দ্রপুর নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে (জিআরনং ৭২৫৮৬১, মানচিত্র-৭৮/সি১২) পত্নীতলা ১৪ বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১১সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত শ্রী শঞ্জয় কুমার মিশ্রা। সৌজন্য সাক্ষাৎ এ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয় বলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।