ষ্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ:
দোয়ারাবাজার সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় মদ,গোলকাঠ,পাথর ও বারকী নৌকা এবং গরু আটক করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার
বোগলাবাজার বিওপির টহল দল বুধবার(২ অক্টোবর)৫.১৫ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৮/৯- এস এর নিকট হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদের বিজিবির সিজার মূল্য ১৮,০০০/- টাকা। এ ব্যাপারে ০৫ জন পলাতক আসামীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর- ০৩/১৯ তারিখ ০৩ অক্টোরব ২০১৯। আসামীরা হলেন দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র নজরুল ইসলাম(৩৫) মৃত জারু মিয়ার পুত্র সোলাইমান মিয়া(৫৫),সোলাইমান মিয়া পুত্র আব্দুল মোতালেব(৩৫),মৃত আইন উদ্দিনের পুত্র তাজুল ইসলাম তাজু(৫০),মৃত আব্দুর রহমানের পুত্র নজরুল ইসলাম(৪০)।
অন্যদিকে বাগানবাড়ী বিওপির টহল দল বৃহস্পতিবার (৩ অক্টোবর)ভোর ৪.০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৫/৪- এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৪০,০০০/- টাকা। আটককৃত গরুগুলো দোয়ারাবাজার থানায় জমা করা হয়েছে। এ ব্যাপারে ০২ জন পলাতক আসামীদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর-০৪/১৯ তারিখ ০৩ অক্টোরব ২০১৯।
এইদিকে মাঠগাঁও বিওপির টহল দল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর ৪০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৫/১- এস এর নিকট হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের উত্তর মাঠগাঁও নামক স্থান থেকে ৪০ ঘনফুট ভারতীয় গোলকাঠ, পাথর-৫০ ঘনফুট এবং বারকী নৌকা-০৩টি আটক করে, যার আনুমানিক বিজিবির সিজার মূল্য ২,৪৬,০০০/- টাকা।
২৮ বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: মাকসুদুল আলম জানান,
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং পাথর ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।