সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু আবু বকর হত্যা মামলার প্রধান আসামি ডালিম মিয়া(২৭)সহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে যানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৪ এপ্রিল)বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার থেকে শিশু আবু বকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাও গ্রামের আব্দুস ছামাদের পুত্র ডালিম মিয়া(২৭) ও দোয়ারাবাজার ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আরমান আলীর পুত্র মিনার(২৮)এর দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৯০ পিছ এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, শিশু আবু বকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামিসহ দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।