সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
গত ৫ আগস্ট লোহাগাড়া থানা ও উপজেলা পরিষদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।
১২ আগস্ট দুপুরে ক্ষতিগ্রস্ত লোহাগাড়া থানা এবং লোহাগাড়া উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান।
এসময় জেলা প্রশাসক উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানার ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুর, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার মুুহাম্মদ ইউসুফ,বিএনপি নেতা আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক শব্বির আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।