ডিমলা(নীলফামারী)ঃ
করোনা ভাইরাসের কারনে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখার দায়ে নীলফামারীর ডিমলায় ৫ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট।
মঙ্গলবার সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলা সদরের বাবুহাট বাজারের কম্পিউটার ব্যবসায়ী আলিফ হোসেন, মোটর পাটস্ ব্যবসায়ী মনির হোসেন, জুতা ব্যবসায়ী মুন্নাকে ৫শ টাকা করে এবং ডাঙ্গারহাট বাজারের চা ব্যবসায়ী আব্দুল মালেক ও মোটর গ্যারেজ ব্যবসায়ী মমিনকে ২শ টাকা করে জরিমানা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়।